গান্ধার শিল্প

গান্ধার প্রদেশে নানা কারনে  বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে ওঠে । আগে বুদ্ধের মূর্তি ও পুজো নিষিদ্ধ ছিল পরবর্তী কালে নাতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন শিল্পীরা  নাক টিখালো, টানা ভুরু ও আধা বোঝা চোখ মূর্তি গুলির বৈশিষ্ট্য । মূর্তি গুলিতে সোনালি রঙের ব্যবহার দেখা যায়। গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়, পাশাপাশি ইরানীয় ও মধ্য এশীয় শিল্পের ছাপ ও গান্ধার শিল্পে দেখা যায় । ভৌগোলিক অবস্থার কারনে নানা শিল্প এখানে মিশে গেছে । 


Popular posts from this blog

গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা

সুঙ্গ- কুষাণ সাত বাহন আমলের শিল্প চর্চা