গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা
গুপ্ত আমলের শিল্পে আমরা পোড়া মাটির ব্যবহার দেখতে পাই। গুপ্ত আমলে প্রথম স্থাপত্য হিসাবে মন্দির বানানো শুরু করেছিল দেওঘরের দশবতার মন্দির ছিল বিখ্যাত। পাহাড় ও পাথর কেটে মন্দির তৈরির প্রথা ছিল । দেব দেবীর মূর্তি খোদাই করা হত। গুপ্ত যুগের চিত্র শিল্পের সব থেকে বড় উদাহরণ হল অজন্তা গুহার ছবি গুল । রঙ গুলি বিভিন্ন পাথর , মাটি ও গাছের উপদান দিয়ে তৈরি। এছাড়া যেমন কৈলাস মন্দিরে রামায়নের প্যানেল ও দশবতার মন্দির ভাস্কর্য দেখা যায় । গুপ্ত যুগের শিল্পের সাথে ধর্মের স্পষ্ট যোগাযোগ দেখা যায়।