সুঙ্গ- কুষাণ সাত বাহন আমলের শিল্প চর্চা

সুঙ্গ কুষাণ আমলের সাধারন জীবনের ছাপ শিল্পের উপর পরেছিল । ধর্মীয় ধ্যান ধারনার সঙ্গে শিল্পের যোগাযোগ ছিল। প্রধানত বৌদ্ধ ধর্মের সঙ্গে এই স্থাপত্য শিল্প গুলি জড়িত, বেশির ভাগ ভাস্কর্য ছিল বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। সুঙ্গ কুষাণ যুগে গান্ধার ও মথুরার শিল্পরীতি খুব বিখ্যাত। বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম এই শিল্পরীতির মূল বিষয় । গান্ধার ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়। লাল চুনা পাথরের ব্যবহার বেশী হত, চৈত্য ও তোরণ বানানো হত স্তুপের সাথে।



Popular posts from this blog

গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা

গান্ধার শিল্প