হরপ্পা সভ্যতার শিল্প

প্রাচীন ভারতীয় শিল্পের অন্যতম জরুরি দিক ছিল হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প। পাথর ও ধাতু দুটোরই ব্যবহার হত। ধাতুর মধ্যে ব্রোঞ্জ, তামা ও কাঁসার ব্যবহার হত। লোহার ব্যবহার মানুষ জানত না। মাটির পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগান হত । ইট বানানোর শিল্প দেখা যায় । কাদামাটির ও চুল্লিতে পড়ানো ইট দুইয়ের ব্যবহার হত । মালার দানা ছিল অন্যতম কারিগরি শিল্প । সুক্ষ ওজন মাপার বাট খারাও পাওয়া যায় ।