Posts

Showing posts with the label

মৌর্য আমলের শিল্প চর্চা

Image
হরপ্পা সভ্যতার পর ভারতীয় উপমহাদেশে মৌর্য আমলের শিল্পের উদাহরণ পাওয়া যায়। পাথরের ব্যপক ব্যবহার দেখা যায় তবে বেশির ভাগ ভাস্কর্য , স্থাপত্যের  নজির মেলে। অশোকের পরবর্তী মৌর্য সম্রাটরা পাহাড় কেটে গুহা বানাতো, সম্রাট অশোক বৌদ্ধ দের জন্য অনেক গুলি স্তূপ বানিয়েছিলেন। প্রথমে মাটি দিয়ে তৈরি হত পরে ইটের ব্যবহার দেখা যায়। অশোকের আমলে সারনাথ ও সাঁচির স্তূপ দেখা যায় অশোক স্তম্ভ অনেকটা চক খড়ির মত। স্তম্ভের ভিত মাটিতে পোতা থাকত এবং পাথর কেটে তৈরি হত বলে একে ভাস্কর্য বলা হত। স্তম্ভের উপর সিংহ, হাতি ইত্যাদির মূর্তি থাকত। এমনই একটি বিখ্যাত স্তম্ভ অশোক স্তম্ভ যা সারনাথে রয়েছে।                                                                       অশোক স্তম্ভ, সারনাথ